মা মাতৃভাষা

কথা ও সুরঃ রেজা আহমেদ 


অ আ ক খ আমার ভাষা
আমার মাতৃভাষা

আমার গর্ব আমার অহংকার
আমার ভালোবাসা
এ ভাষা সালাম রফিকদের
রক্তে মেশা।

এ ভাষা শত শহিদের রক্তের দাম
বাড়িয়েছে এ ভাষার কত সম্মান।

মায়ের ভাষা মোরা হৃদয়ে রাখব তুলে
শহিদের রক্ত যাবোনা কখনো ভুলে।

এ ভাষা মোদের প্রানে ঘেষা
মুখের বুলি মোদের বাংলা ভাষা।

বরকতেরা যেন আজ-ও দিচ্ছে স্লোগান
বাংলা ভাষা চাই বাংলা মোদের প্রাণ।

কৃষ্ণচূড়া আজ-ও ডালে ডালে ফুটে ভরপুর
রাস্তায় আজ-ও বুঝি উঠেছে প্রখর রৌদ্দুর

এ ভাষা মোদের জাগায় আশা
এ ভাষা মোদের সপ্ন আশা





শিল্পী: রেজা আহমেদ আশরাফুল ইসলাম