পশ্চিমের ঐ নীল আকাশে উঠল ঈদের চাঁদ

কথা ও সুরঃ রেজা আহমেদ


পশ্চিমের ঐ নীল আকাশে উঠল ঈদের চাঁদ গরিব-দুঃখী সবার ঘরে ভাঙলো খুশির বাঁধ খুশির জোয়ার নিয়ে ঈদ এসেছে সবার ঘরে হিংসা বিভেদ ভুলে সবাই দাঁড়াবো আজ একই সারে সমাজটাকে গড়তে সবাই রাখবো কাঁধে কাঁধ ঈদের নামাজ শেষে তুলব দুহাত প্রভুর কাছে জীবনেরি পাপ কালিমা সবই আজি দিও মুছে পাপের পাহাড় মুছে দিও ঈমানেরি স্বাদ ইব্রাহীমের পথে কোরবানি করবো সবে ত্যাগের মহিমায় এ হৃদয় আলোর রাহের দ্বিশা পাবে ইসমাঈলের মতো দিও খোদার প্রেম আগাধ



শিল্পী
আশরাফুল ইসলাম তানভীর আহমেদ রেজা আহমেদ আব্দুল্লাহ আহমদ তাহমিদুল হক