কুরবানীতো নয় গো শুধু

কথা ও সুরঃ তানভীর আহমেদ


কুরবানি তো নয় গো শুধু পশু জবেহ করা মনের পশু না তাড়ালে হাসবে না এ ধরা আল্লাহ তাআলা চান নি তোমার পশুর গোশত রক্ত মনের সকল অসৎ চাওয়া করো গো বিভক্ত দূর হলে সব কুবাসনা ঘুচবে দুঃখ জরা হাসবে আবার ধরা -----ঐ মুত্তাকীদের কুরবানিই তো শুধু কবুল হয় মনের পশুর কুরবানী তে
মিলে-মিশে খুশি বিলাতে আছে যে নাজাত সোনালী যুগের বইবে হাওয়া সবুজ হবে সাহারা হাসবে আবার ধরা-----ঐ




শিল্পীঃ তানভীর হায়দার আশরাফুল ইসলাম তানভীর আহমেদ

সহযোগিতায়ঃ তাহমিদুল হক আবদুল্লাহ আল মাহমুদ আতিক হাবিব

পরিচালনায়ঃ আশরাফুল ইসলাম
ইমরান তারেক
পরিববেশনায়: উদ্ভাবন সাহিত্য সাংস্কৃতিক সংসদ, জয়পুরহাট
বি:দ্র: ইসলামী সংস্কৃতিকে প্রচার ও প্রসারের জন্য 📣 উদ্ভাবন টিভি 📣 ইউটিউব চ্যানেলটি সাব্সক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ