উদ্ভাবনের Theme Song

কথাঃ ওমর ফারুক শাওন
সুরঃ জাকির আল জিয়াদ


তাওফিক দাও খোদা তাওফিক দাও বিজয়ীর বেশে মোরা বিজয়ের মিছিলে উড়াব আলোর কেতন উদ্ভাবন মোরা উদ্ভাবন সমাজের অন্যায় আছে যতো অশ্লীলতা আর নীতি বর্জিত দূর করে চীরতরে শান্তির পথে লড়তে পারি আজীবন এসো হে নবিন এসো হে তরুণ রাঙ্গিয়ে নব ঊষার অরুন দু'হাত নেড়ে নেড়ে দাওয়াত করে পূর্ব দিগন্তে আলোস্ফুরন আমাদের গাওয়া গান এই অভিনয় খেল তামাশা শুধু কৌতুক নয় বাতিলের সাথে প্রভু আমরা যাতে লড়তে পারি আজীবন