আল্লাহ তুমি বড়ই মহান

কথা ও সুরঃ আল ইমরান তারেক


আল্লাহ তুমি বড়ই মহান গড়েছো জমিন আসমান নবী রাসুল দিয়ছো মোদের দিয়েছো আল কোরআন - ২বার খালিক তুমি মহান মালিক তুমি দিয়েছো আমাদের প্রাণ জীবন মরণ তোমার হাতে তুমি দিয়েছো আমাদের মান - ২বার দিয়েছো তুমি আরশের জ্ঞান হয়েছি মোসলমান তোমার আদেশে দূর আকাশে মিটি-মিটি চাঁদ তাড়ারা হাসে তোমার হুকুমে ফুলেরাও সব গন্ধ ছড়ায় এই বাতাসে - ২বর দিয়েছো তুমি হেরার ঐ তান গাই যে তোমারী গান- ঐ




শিল্পীঃ তানভীর হায়দার আশরাফুল ইসলাম তানভীর আহমেদ
সহযোগিতায়ঃ তাহমিদুল হক আবদুল্লাহ আল মাহমুদ আতিক হাবিব

পরিচালনায়ঃ আশরাফুল ইসলাম